তৃতীয়দিন প্রথম ইনিংসে নিজেদের লিড বড়িয়ে নিল নিউজিল্যান্ড। ৪৪ রান করলেন জেমিসন। ৪৩ রান এল গ্র্যান্ডহোমের ব্যাট থেকে। শেষ দিকে ৩৮ রানের মূল্যবান অবদান রাখলেন ট্রেন্ট বোল্টও। তাতে ৩৪৮ রানে থামল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
এর আগে প্রথম ইনিংসে ভারত থেমেছিল ১৬৫ রানে, দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৬ রান করে নিউজিল্যান্ড। আর দিনের খেলা শেষে ৫১ রানে এগিয়েও থাকে স্বাগতিকরা।
অজিঙ্কা রাহানের ব্যাট থেকে সর্বোচ্চ ৪৬ রান পায় ভারত। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড-ভারত প্রথম টেস্টের প্রথম দিনই বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতি। বৃষ্টির জন্য পুরো ওভার খেলা হয়নি। ৫৫ ওভারেই শেষ হয়ে গিয়েছিল প্রথম দিনের খেলা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে টস জিতে প্রথমে ভারতকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। কিন্তু শুরুটা মোটেও ভালো হল না ভারতের ব্যাটসম্যানদের।
প্রথম দিনই পাঁচ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমেছে ভারত। প্রথম দিন টি-ব্রেকের পর আর খেলা শুরুই করা যায়নি। ৫৫ ওভারে ভারত থেমেছিল ১২২-৫-এ। যেখানে ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ।