করোনা আতঙ্কে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ বাতিল

দর্শকশূণ্য প্রথম ম্যাচের পর করোনার কারণে এবার স্থগিত হয়ে গেলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার বাকী দু’টি ওয়ানডে ম্যাচ। একইসঙ্গে অস্ট্রেলিয়ার আসন্ন নিউজিল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

করোনা আতঙ্কে সীমান্তে বিধিনিষেধ আরোপ করেছে নিউজিল্যান্ড সরকার। অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে আসা যাত্রীদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমন ঘোষণা দেয়ার পর সিরিজের বাকী দুটি ওয়ানডে না খেলেই দেশে ফিরে যাচ্ছে কিউইরা।

চ্যাপেল-হ্যাডলি সিরিজের সিডনি ও হোবার্টের ম্যাচ আপাতত বাতিল হয়ে গেলো। এ মাসেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিদের নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিলো। সে সিরিজটিও স্থগিত হয়ে গেলো।

তবে দুই দেশই আশা করছে পরবর্তী সময়ে ম্যাচগুলো সুন্দরভাবে আয়োজন করা যাবে। সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউই’দের ৭১ রানে হারিয়েছে অজিরা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৮৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

 

আপনি আরও পড়তে পারেন