পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় হেলাল মিয়া (৩৫) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল মিয়া উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের ফয়াজ মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় আসলে বাশ বোঝাই ঠেলাগাড়িকে পিছন থেকে একটি পিকআপ (সিলেট ন-১১-২০২২) ধাক্কা দিলে ঠেলাগাড়ি চালক হেলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় ঠেলাগাড়ি চালকে শরীরে বোঝাই করা কয়েকটি বাশ ডুকে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন