হবিগঞ্জে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীতে গোসল করতে নেমে ডুবে তুলি আক্তার (১২) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুলি আক্তার উপজেলার দেওলগাঁও গ্রামের হেলাল মিয়ার মেয়ে ও স্থানীয় চাটপাড়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, তুলি আক্তার তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

এর পর রাতে স্থানীয় লোকজন তুলির ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

আপনি আরও পড়তে পারেন