লকডাউন থাকা পরিবারকে খাবার দেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ জন। লকডাউন করা হয়েছে রাজধানীর মিরপুরের একটি বাড়ি। লকডাউনে থাকলে অনেক পরিবারেই খাদ্য সংকট দিতে পারে। এ অবস্থায় খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এক ফেসবুক পোস্ট প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিয়েছে।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘বাড়ীতে লকডাউন অবস্থায় যদি কেউ খাবার সংকটে ভুগেন তবে এক টাকায় আহার – 1 Taka Meal পেজে যোগাযোগ করলে বিদ্যানন্দ – Bidyanondo টিম খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করব। সীমিত আমাদের অর্থ, তাই অপব্যবহার না করার অনুরোধ থাকবে। শুধুমাত্র খুব দরকার হলে এবং প্রশাসন দ্বারা বাড়ী ‘লকডাউন’ হলে এবং তাদের অনুমতি পেলে আমরা খাবার প্রদান করতে পারব।’

‘মিরপুরের একটি বাড়ী ইতিমধ্যে লকডাউন করে দিয়েছে সরকার, দেশবাসীর মঙ্গলের জন্য এমন সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ থাকবে। ইতিমধ্যে খাবার রান্না হয়েছে দুঃস্থ মানুষের জন্য, যারা স্বল্প আয়ের জন্য খাবার সংকটে ভুগছেন। যারা করোনা ভাইরাস প্রতিরোধের মিশনে অনুদান দিতে চাচ্ছেন, তাদেরকে নিচের অ্যাকাউন্ট ব্যবহার করতে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য এক্সটার্নাল অডিটের জন্য আমরা লোক মারফৎ কিংবা রাস্তায় রাস্তায় অনুদান সংগ্রহ করি না।’

১/ পেপল একাউন্ট – support@bidyanondo.org

২/ ডাচ বাংলা ব্যাংক

একাউন্টের নাম – Bidyanondo Foundation

একাউন্ট নাম্বার- 10612012479

Narayangonj Branch, Routing No: 090671186.

——————————————–

৩/ সোশ্যাল ইসলামী ব্যাংক

একাউন্টের নাম – Bidyanondo Foundation,

একাউন্ট নাম্বার- 0221330016199

Nawabpur Branch, Swift: SOIVBDDH, Routing No: 195274754

৪/ বিকাশ মার্চেন্ট একাউন্ট: 01878116230 (counter no: 1)

৫/ বিকাশ ব্যক্তিগত একাউন্ট: 01614174755, 01614174756, 01614174757, 01614174758

৬/ রকেট একাউন্ট: 017141180737

৭/ নগদ মার্চেন্ট একাউন্টঃ 01878116231 (counter no: 1)

আপনি আরও পড়তে পারেন