দেশে ২৪ ঘণ্টায় ৭০৯ রোগী শনাক্ত, মৃত্যু ৭, সুস্থ ১৯১

 

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০৯ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৩৪।

শুক্রবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৮৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ডা. নাসিমা আরো বলেন, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩০ জন সুস্থ হয়েছে এবং গতকাল বুধবার ৩৭৭ জন সুস্থ হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুসংক্রান্ত তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছায়। পরবর্তী ২০ দিনে আরো নয় হাজার রোগী শনাক্ত হয়। বর্তমানে ৬১তম দিনে ১২ হাজার ৪২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৮ লাখ ২২ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ৫৩ হাজার ৩৩৮ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ২১০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৩ লাখ তিন হাজার ৭৩৯ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৬৫ হাজার ১১১ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনি আরও পড়তে পারেন