আমার শরীর চড়া দামে বিক্রি করার চেষ্টা করেছিল প্রযোজক’

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডে নেপোটিজম শব্দটা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। একে একে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা মুখ খুলেছেন। এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী সোফিয়া হায়াত।

সোফিয়া হায়াত বলেন, আমার সঙ্গে অসভ্য ব্যবহার করেছেন পরিচালক। এক পরিচালক আমাকে বিক্রি করার চেষ্টাও করেছিলেন!

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের সাক্ষাৎকারে সোফিয়া বললেন, ‘আমার কাছে বেশকিছু সিনেমার অফার আসতো। কয়েকটি সিনেমার কাজও শুরু করেছিলাম। কিন্তু কাজ শুরুর কয়েকদিন পরই আমার সঙ্গে এমন আচরণ করেন ছবির পরিচালক যে আমি যেনও তার কেনা পণ্য সামগ্রী! একই আচরণ করতে বাদ যাননি অভিনেতারাও। তারা আমার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল। যখন রাজি হয়নি তখন তারা আমার দৃশ্যগুলো এডিট করা হয়েছিল। শুধু তাই নয় আমার শরীরকে চড়া দামে বিক্রি করার চেষ্টা করেছিল প্রযোজক। বলা হয়েছিল আমি নাকি কলগার্ল!

বিগ বসে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সোফিয়া। তারপর থেকেই সিনেমায় অভিনয়ের জন্য নানা অফার পেতে থাকেন তিনি।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন