হাটে পশুর সংকট, দামও বাড়তি

রাজধানীর কোরবানির হাটগুলোতে পশুর সংকট দেখা দিয়েছে। ক্রেতা কয়েকগুণ বেশি থাকায় বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর পূর্বাচল, আফতাবনগর, মেরাদিয়া ও খিলগাঁও রেলগেটসহ বেশ কয়েকটি পশুর হাটে এই চিত্র দেখা গেছে। তাই শেষ দিনে পশু কিনতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। সাধ্যের মধ্যে পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন কিছু ক্রেতা। গরু আরও আসবে কিনা হাটে সে ব্যাপারে এখনও জানা যায়নি। তবে দাম বাড়ানোর বিষয়টি কৃত্রিম সংকট বলে মনে করছেন ক্রেতারা।

এদিকে, বিক্রি ও দাম নিয়ে সন্তুষ্ট নন খামারি ও ব্যাপারীরা। তারা বলছেন, এবার গরু ও ছাগলের দাম কম হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যার পর থেকেই কমতে থাকে পশু। তখন থেকে দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। ক্রেতাদের চাপ থাকলেও হাটগুলোতে গরুর সংখ্যা ছিলো খুবই কম। যে কয়েকটি গরু ছিলো তা নিয়ে রীতিমতো ক্রেতাদের মধ্যে ছিলো কাড়াকাড়ি। গরু পাওয়াটাই ছিলো সৌভাগ্যের ব্যাপার। এর আগে বুধবার হাটগুলোতে ছিলো ভিন্ন চিত্র। মহামারি করোনার কারণে বিক্রি না হওয়ার আশঙ্কায় কম দামে গরু বিক্রি করে দিয়েছিলেন অনেক ব্যাপারি।

আপনি আরও পড়তে পারেন