দোহারে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

 ঢাকার দোহার উপজেলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দোহার উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। আগুন লাগলে কিভাবে আগুন নিভানো যায় তার মহড়া করলেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগলে মোটা ছালা বা চট ভিজিয়ে আগুন ঢেকে দিলেই অাগুন নিভে যাবে এবং গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সরাসরি পিছন থেকে এসে গ্যাস সিলিন্ডারের নলটা হাতের আঙ্গুল দ্বারা বিশেষভাবে আটকিয়ে দিলেই আগুন নিভে যাবে ও মোটা ভেজা ছালা বা চট দ্বারা আঘাত করলে আগুন নিভে যাবে। প্রধানমন্ত্রী টুপিলারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ যন্ত্রটি সময়োপযোগী উপহার দিয়েছেন যেটি সরু রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে আগুন নিভানোর জন্য। অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, আমরা সবাই যার যার দিক থেকে সচেতন থাকবো,আজ আমাদের অনেক কিছু জানা হলো ও শেখা হলো, ফায়ার সার্ভিস কর্মীদের আমরা সব সময় সহযোগীতা করবো,তাদের মহড়া ধারাবাহিকভাবে চলবে।

 

আপনি আরও পড়তে পারেন