১০ জনের য়্যুভেন্তাসকে বাঁচালেন রোনালদো

বয়সটা যেন দিনদিন কমছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। অথচ ক্যালেন্ডারের পাতা উল্টে বয়স ঠেকেছে ৩৫-এ। এই বয়সেও গোলক্ষুধা এতটুকু কমেনি। ধারও কমেনি কোনো অংশে। তবে মহাতারকার আরো একটি ঝলকের রাতেও জয়বঞ্চিত তার ক্লাব য়্যুভেন্তাস।

সিরিআ’য় নিজেদের ২য় ম্যাচে এসে পয়েন্ট খোয়াতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে। রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে য়্যুভেন্তাস। তুরিনের ওল্ড লেডিদের হয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিন ম্যাচে শুরুতে লিড পায় রোমা। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্লাবটির ফরাসি মিডফিল্ডার জর্ডান মার্সেল ভেরোতোত।

৪৪ মিনিটে সেই গোল শোধ করেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সিআরসেভেন।

বেশিক্ষণ অবশ্য সমতায় থাকতে পারেনি য়্যুভরা। মিনিট দুয়েক পরই আবারো গোল করেন জর্ডান ভেরোতোত। ২-১ এর লিড নিয়ে বিরতিতে যায় রোমা।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে য়্যুভেন্তাস। তবে গোল তো তারা পাচ্ছিলোই না, উল্টো ৬২ মিনিটে দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় র‍্যাবিয়টকে। ১০ জনের দলে পরিণত হয় তুরিনের দলটি।

বিপদে বরাবরই কান্ডারি হয়ে আসা রোনালদো এবারও উদ্ধারকর্তা। ৬৯ মিনিটে দানিলোর পাস থেকে বল জালে জড়িয়ে আবারো দলকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা।

তবে শেষপর্যন্ত আর গোল করতে পারেনি কোনো দল। ফলে ২-২ সমতা মেনে মাঠ ছাড়তে হয় আন্দ্রে পিরলো বাহিনীকে।

আপনি আরও পড়তে পারেন