মুন্সিগঞ্জ মাছ বাজারে কেনাবেচার ধুম

মুন্সিগঞ্জ মাছ বাজারে সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে কেনাবেচার ধুম। শতাব্দী প্রাচীন এই বাজারে স্থানীয় নদনদী, খাল-বিলের মাছ বিক্রি হয়। এগুলো ফরমালিনমুক্ত হওয়ায় এ বাজার থেকে ক্রেতাদের মাছ কেনার আগ্রহও বেশি।

ভোরেই সরগরম মাছ বাজার। হাঁকডাকে চলে মাছের বেচাকেনা। বাজারের একদিকে পাইকারিভাবে কিনে আরেকদিকে সেই মাছ নিয়েই খুচরা বিক্রি।

মুন্সিগঞ্জের জুবলী খালের তীরে শত বছরের পুরনো এটি। এখন সেই খাল সড়কে রূপান্তর হলেও বাজারটি আছে আগের মতোই।

মুন্সিগঞ্জ মাছ বাজার সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারি বলেন, ‘স্থানীয় নদনদী ও খাল-বিলের মাছ, জেলেরা সরাসরি নিয়ে আসেন এই বাজারে। তাই ফরমালিনের ব্যবহারের সুযোগ নেই।’

এখানে ইলিশের কেজি ৭ শ’ থেকে ৯ শ’। কৈ ১২০, সিং ৩শো, তাজা রুই ২৩০, চিংড়ি সাড়ে ৬শো ও রিটা ৮শো টাকা কেজি দরে বেচাকেনা হয়।

 

 

আপনি আরও পড়তে পারেন