পৌনে ২ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বিএসবি

রাজধানীর উত্তরা ও গুলশানের দুটো এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে ভ্যাট গোয়েন্দা অভিযান চালিয়েছে। এতে ভ্যাট গোয়েন্দার দল বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে। 

উত্তরার প্রতিষ্ঠানটির নাম ব্রিজ ইন্টারন্যাশনাল, বাড়ি ২১, ফ্ল্যাট ১বি, ঈসা খাঁ রোড, সেক্টর ৬, উত্তরা। এই প্রতিষ্ঠানটি কোনো রকম ভ্যাট নিবন্ধন ছাড়াই শিক্ষাসংক্রান্ত ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের সার্ভিসের মধ্যে রয়েছে আইএলটিএস, টোয়েফল ও অন্যান্য কোচিং এবং বিদেশি ইউনিভার্সিটিতে ভর্তিসংক্রান্ত সহায়তা দেয়া।

নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও চীনের কতিপয় ইউনিভার্সিটির সঙ্গে তাদের সমঝোতা অনুযায়ী স্থানীয় ছাত্রদের ভর্তির কার্যক্রম পরিচালনা করে। এর বিনিময়ে তারা ফি ও কমিশন বাবদ টাকা গ্রহণ করে।

কিন্তু এই সার্ভিস ভ্যাটযোগ্য হলেও তারা কোনো ভ্যাট নিবন্ধনই নেয়নি এবং ভ্যাট প্রদান করেনি।

অন্যদিকে, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, গুলশান ২ নম্বর মোড়ে প্লট ২২ রব টাওয়ারের চতুর্থতলায় অবস্থিত। এই প্রতিষ্ঠানটিও অনুরূপ শিক্ষা সহায়তা প্রদান করে। ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের ৭টি শাখার মাধ্যমে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিএসবি ভ্যাটের নিবন্ধন নিলেও তারা প্রকৃত বিক্রির হিসাব গোপন করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল প্রতিষ্ঠান দুটোতে ৩১ সেপ্টেম্বর অভিযান চালায়। উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিকভাবে দেখা যায় ব্রিজ গত দুবছরে প্রায় ৪ লক্ষ টাকা ফাঁকি দিয়েছে। তারা ভ্যাট আইনের বাধ্যবাধকতা থাকলেও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি। এই দুই বছর তারা ২৮ লাখ টাকার সেবা বিক্রি করেছে।

অন্যদিকে, বিএসবি নিবন্ধন গ্রহণ করলেও গত তিন বছরে প্রকৃত ৮ দশমিক ৪৩ কোটি টাকার সেবা বিক্রয়ের তথ্য গোপন করেছে। এতে তারা প্রায় ১ দশমিক ৭০ কোটি টাকা ফাঁকির সঙ্গে জড়িত।

এই প্রতিষ্ঠানটি ছাত্রদের নিকট থেকে টিউশন ফি সংগ্রহ করে বিদেশে টাকা পাঠাতেন। এই টাকা লেনদেনে অন্য কোন অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠান দুটোর বিরুদ্ধে ভ্যাট আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন