আইপিএলে বুমরাহর সেরা বোলিং

চলতি আইপিএল আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম বোলিং অস্ত্র লাসিথ মালিঙ্গা নেই। তার অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের মূল দায়িত্ব পড়েছে এবার জাসপ্রিত বুমরাহর কাঁধে। গত কয়েক ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি এই ভারতীয় পেসার। নিজেকে ফিরে পেলেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে। শুধু ফেরা না রীতিমতো নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে ফেললেন এই পেসার। আইপিএলে নিজের সেরা বোলিং করে জানিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি।

মঙ্গলবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের অন্যতম কারিগর ছিলেন বুমরাহ। ১৯৪ রান তাড়া করতে নেমে তার দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস।

বুমরাহ ব্যক্তিগত ৪ ওভার বোলিং করে ২০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে এটিই তার সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৭ আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বুমরাহ।

প্রথম চার ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ। কিন্তু রান দেয়ার ক্ষেত্রে ছিলেন ব্যয়বহুল। এক ম্যাচে ৪১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আরেক ম্যাচে ৪২ রান দিয়েও উইকেটের দেখা পাননি।

আপনি আরও পড়তে পারেন