নবাবগঞ্জে শিক্ষকদের কমিউনিকেটিভ ইংলিশ প্রশিক্ষণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের কমিউনিকেটিভ ইংলিশের এর উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে দিনব্যাপি এ প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর বাস্তবায়ন করেন। এতে ৭০জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করেন।
বিকালে সমাপণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। প্রশিক্ষক ছিলেন ন্যাশনাল কারিকোলাম ইন ইংলিশ ভার্সন কসমো স্কুলের অধ্যক্ষ এস এম মাহবুব উল আলম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশিকুর রহমানের স ালনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিনিধি মোসাম্মৎ শাহীনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান, কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খান প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন