অবশেষে বাড়ি ফিরল ধর্ষণ মামলায় গ্রেফতার চার নাবালক

সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর, অবশেষে হাইকোর্টের নির্দেশে বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার চার নাবালককে পৌঁছে দেয়া হলো অভিভাবকের কাছে। একই সঙ্গে রোববার বাকেরগঞ্জ থানার ওসি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব করা হয়েছে। জেলা প্রশাসন বলছে, যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে মামলাটি।

ধর্ষণ মামলার আসামি ৭ থেকে ৯ বছরের চার শিশু। গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে। ভয় আর আতঙ্কে ছিলো শিশুগুলো। উৎকণ্ঠায় ছিলেন তাদের বাবা-মাও।

এ নিয়ে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর রাতেই স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বসে।

হাইকোর্টের নির্দেশে বরিশালের শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ আদেশ দেন, ওই চার নাবালককে অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার।

অবশেষে হাইকোর্টের নির্দেশে শুক্রবার (৯ অক্টোবর) সকালে তাদেরকে পৌঁছে দেয়া হলো অভিভাবকের কাছে। এতে স্বস্তি প্রকাশ করেন তারা।

স্থানীয় প্রশাসন বলছে, আইনী প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মামলাটি নিষ্পত্তি করা হবে।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, তদন্ত সাপেক্ষে যেটা প্রমাণিত হয়, সেভাবেই ন্যায়বিচার হবে।

এদিকে, রোববার বাকেরগঞ্জ থানার ওসি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব করা হয়েছে।

গত রোববার ৬ বছরের প্রতিবেশী মেয়ে শিশুর সঙ্গে বাড়ির পাশে বাগানে খেলছিলো চার ছেলে শিশু। তাদের আসামি করে গত মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন মেয়ে শিশুর বাবা। পরে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতের বিচারক এনায়েত উল্লাহর নির্দেশে তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

আপনি আরও পড়তে পারেন