জয় দিয়ে শুরু করতে মরিয়া চেলসি-সেভিয়া

গ্রুপ ‘ই’তে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। ব্লুদের বিপক্ষের ম্যাচটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বেশ উচ্ছ্বসিত সেভিয়া কোচ। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। 

একান্ত অঘটন না ঘটলে ক্রাসনোদার আর রেনে শক্তিমত্তার বিচারে অনেক পিছিয়ে। ইংলিশ জায়ান্ট চেলসি আর স্প্যানিশ ফুটবলে মাথা চাড়া দিয়ে সমীহ জাগানো সেভিয়ার জন্য গ্রুপ পর্ব অনেকটাই সহজ। আসরে প্রথম ম্যাচেই জয় তুলে তাই টেবিলের শ্রেষ্ঠত্বের হিসেবটা মাথায় ঘুরবে চেলসি-সেভিয়া দু’দলেরই।

আগের চার মৌসুমেই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে খেলেছে লন্ডনের ক্লাবটা। তবে উৎরাতে পারেনি শেষ ১৬’র বাধা। তবে সবশেষ মৌসুমে বায়ার্নের কাছে দুই লেগে ৭-১ এর লজ্জার হার হয়তো এখনও দুঃস্বপ্নের মতো ঘুম ভাঙায় ব্লুদের। অবশ্য এবার ছন্দটা পাল্টেছে। দলে বেশ খানেকটা পরিবর্তন এনেছে চেলসি। ইপিএলে নতুন মৌসুমের শুরুটাও একেবারে মন্দ নয়। ৫ ম্যাচে ৮ পয়েন্ট বাগিয়েছে ল্যাম্পার্ড শিষ্যরা।

হাকিম-পুলিসিচরা ফিট হয়ে ফিরেছেন। বিশ্রামের পর একাদশে যুক্ত হবেন সিলভা। তারপরও নির্ভার থাকার জো নেই। কারণ সবশেষ ম্যাচে দারুণ ভুগিয়েছে রক্ষণভাগ। গোলপোস্টের নিচে আরিজাবালাগাও ধরে রাখতে পারেননি আস্থা। তারপরও ভালো একটা সূচনার প্রত্যাশা চেলসির।

অবশ্য সেভিয়াও নেই স্বস্তিতে। লা-লিগায় শেষ ম্যাচে গ্রানাদার বিপক্ষে ১-০ গোলের হারের তেতো স্বাদ এখনও ভুলতে পারেনি। হুলে কুন্তে করোনা পজিটিভ হওয়ায় রক্ষণ নিয়েও চিন্তায় কোচ। তবে লুক ডি ইয়ং-ওকামপসরা নিজেদের দিনে পালটে দিতে পারেন সব হিসেব।

সাহস যোগানোর জন্য তো খুব বেশি পেছনে যেতে হবেনা। ইউরোপা লিগের শিরোপাটা শোকেজে এখনও চকচকে। অল্পের জন্য উয়েফা সুপারকাপটা হাত ছাড়া হয়েছে অপ্রতিরোধ্য বায়ার্নের কাছে। কোচ হুয়েন লেপেতেগি তাই বুঁদ হয়ে আছেন আরও একটা চমকের আশায়।

আপনি আরও পড়তে পারেন