আলুর দাম ৫০-৫৫ টকিি গ্রহনযোগ্য নয় কৃষিমন্ত্রী

আলুর দাম ৫০-৫৫ টকিি গ্রহনযোগ্য নয় কৃষিমন্ত্রী

আলুর দাম ৫০-৫৫ টকিি গ্রহনযোগ্য নয় কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
ক্স সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও হিমাগার মালিক ও আড়ৎদারদের দৌরাত্ন্যে আলুর দাম কমে না আসায় চটেছেন কৃৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বুধবার দুপুরে অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম এ আরএফ আয়োজিত এক ওয়েবিনারে যোগ দিয়ে তিনি বলেন, আলুর দাম ৩৫ টাকা এটা অনেক দাম। বাস্তবতা বিবেচনা করে আমরা আরও পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করে দিলাম। কিন্তু আলুর দাম ৫০-৫৫ টাকা এটা কোনক্রমেই গ্রহনযোগ্য নয়। ব্যাসায়ী, আড়ৎদাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মুনাফা করেন, মুনাফা করার জন্যই ব্যবসা করছেন। কিন্তু এ সুযোগে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করবেন না। মানুষের প্রতি কর্তব্যবোধ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ,আপনারা সরকারের নির্ধারিত দামে আলু বিক্রি করুন। বাজার স্থিতিশীল রাখতে খুচরা বাজারে এক কেজি আলুর দাম ৩০ টাকায় বেঁধে দিয়ে তা কার্যকর করতে না পেরে পরে ৩৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার । এছাড়া কোল্ড স্টোরজে পর্যায়ে প্রতি কেজি আলু ২৭ টাকা এবং পাইকারিতে ৩০ টাকা কেজি বেঁধে দিয়ে মঙ্গলবার দাম পুনঃনির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

আপনি আরও পড়তে পারেন