ভোটের রাতেও পার্টি করছেন ট্রাম্প!

বেফাঁস মন্তব্য, মিথ্যে তথ্য এবং বিধি-নিষেধ ভঙ্গ করে সব সময়ই আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান নির্বাচনে বিজয়ী হবেন তা এখনও নিশ্চিত না হলেও ভোটের দিন রাতেই দলীয় সমর্থকদের নিয়ে হোয়াইট হাউসে পার্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র কালেইগ ম্যাকেনি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউসের ইস্ট রুমে মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচনের রাতে উৎসবের প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিলেন ট্রাম্প। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ৪০০ জনের মতো অতিথিকে।

ইউএস নিউজের প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির ট্রাম্প হোটেলে আয়োজন করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ডিসির মেয়র নগরীতে ৫০ জনের বেশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

হোয়াইট হাউস এলাকা ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে। তবে নগরের মেয়রের নির্দেশ হোয়াইট হাউসের বেলায় প্রযোজ্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার দলীয় প্রচারে হোয়াইট হাউস ব্যবহার করেছেন। রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের সময়েও হোয়াইট হাউসের আঙিনা ব্যবহার করে সমাবেশ করেছেন।

আপনি আরও পড়তে পারেন