রামপালের গাববুনিয়া সাংবাদিকদের উপর হামলা

রামপালের গাববুনিয়া সাংবাদিকদের উপর হামলা

 

রামপালের গাববুনিয়া সাংবাদিকদের উপর হামলা

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

শুক্রবার সন্ধ্যায় রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামে জুয়া ও মাদক কেন্দ্রিক নিউজের ফুটেজ কালেক্ট করার সময় তাদের উপর হামলা করে স্থানীয় যুবক মাহফুজ, সবুজ সহ আরো দশ পনেরো জন যুবক।
এ সময় তাদের ক্যামেরা, মোবাইল ইত্যাদি সরঞ্জাম ছিনিয়ে নেয়া হয়। এবং স্থানীয় সাংবাদিক সাব্বির শাওন, সাগর শেখ কে বেধড়ক মারধর করে।

প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে তাদের জুয়া ও মাদক সেবনের আসর, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দুই সাংবাদিক গাববুনিয়ায় নিউজের জন্য উপস্থিত হন, সে সময় তারা ভিডিও ফুটেজ সংগ্রহ করে ফেরার পথে তাদের উপর হামলা চালায় এবং তাদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি সহ নির্মমভাবে আহত করে। পরে সাংবাদিকরা কৌশলে পালিয়ে আসে এবং নিকটস্থ থানায় মাহফুজ, সবুজ  সহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের নামে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করে। গাববুনিয়া গ্রামের এই কর্মকাণ্ডকে নেক্কারজনক বলে আখ্যায়িত করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সংঘ এবং এতে ক্ষোভ ও ক্ষিপ্ততা প্রকাশ করেন তারা

আপনি আরও পড়তে পারেন