স্ট্যামফোর্ড ব্রিজে শেফিল্ড ইউনাইটেডেরে মুখোমুখি চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দেবে চেলসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সাত ম্যাচে ৩ জয় এক হারে ১২ পয়েন্ট ৭ নম্বরে চেলসি। সমান ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি শেফিল্ড ইউনাইটেড। মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে তারা।

বলা যায়, সময়টা ভালই যাচ্ছে চেলসির। সবশেষ তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ল্যাম্পার্ড শিষ্যরা। এবার শেফিল্ডকে হারাতে পারলেই টেবিলের দুয়ে উঠার সম্ভাবনা রয়েছে ব্লুদের। পরিসংখ্যান বলছে, দু’দলের ৭৪ বারের মুখোমুখিতে চেলসির ৩২ জয়ের বিপরীতে শেফিল্ডের জয় ২৬টিতে।

এদিকে, করোনা পজিটিভ হওয়ায় এ ম্যাচে কাই হাভার্টজের সার্ভিস মিস করবে চেলসি। সেই সাথে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকছে ক্রিস্টিয়ান পুলিসিক। তারপরও ছন্দে থাকা ওয়ের্নার-আব্রাহামের ওপর আস্থা রেখেছেন কোচ ল্যাম্পার্ড।

আপনি আরও পড়তে পারেন