নাফ নদীর তীরে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

নাফ নদীর তীরে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে টেকনাফের নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীতে অভিযান চালিয়ে ওই এলাকার ১ নং স্লুইস গেটের পাশে তিনজনকে বহনকারী একটি নৌকাকে চ্যালেঞ্জ করে। বিপদ বুঝে অপরাধীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও ‍গুলি চালায়। একপর্যায়ে, অপরাধীরা নিজেদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে।

 

পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় দু’জন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৬.৩০ কোটি টাকার ২.১০ লাখ ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এটি ইয়াবার সবচেয়ে বড় চালান বলে জানান টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

আপনি আরও পড়তে পারেন