শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় হানজালাল (৬) নামের এক শিশুর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। নিহত শিশু ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেল।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় বাড়ির পাশে জমি চাষ করার সময় কয়েকজন মিলে শিশু রাস্তায় দাঁড়িয়ে থেকে জমি চাষ করা দেখছিল।
জমি চাষ করা শেষে ট্রাক্টর রাস্তায় ওঠার সময়, রাস্তার দাঁড়িয়ে থাকা শিশুটি কে ধাক্কা দিলে, ছিটকে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং শিশু টি গুত্বর অসুস্থ হয়। পরে পরিবারের লোকজন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি কে মৃত ঘোষণা করেন। কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।