সাভারে ভূমিদস্যু কতৃক বন বিভাগের জমি দখলের পাঁয়তারা

সাভারে ভূমিদস্যু কতৃক বন বিভাগের জমি দখলের পাঁয়তারা

উজ্জ্বল হোসাইনঃ সাভার প্রতিনিধি

সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়নের বন বিভাগের জমি দখলের চেষ্টা করে যাচ্ছে একদল ভূমিদস্যু। এর আগেও একাধিক বার এধরণের ঘটনা ঘটে, রাষ্ট্রের মূল্যবান সম্পত্তি রক্ষার সার্থে ভূমিদস্যুদের সাথে বিভিন্ন সময় বনবিভাগের কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়ে থাকে, অন্যদিকে ভূমিদস্যুরা সুযোগ পেলেই বন বিভাগের জমি দখল করে রাতারাতি প্রাচীর করে ফেলে, ঘটনা জানার পর বন বিভাগের কর্মকর্তারা আসার আগেই পালিয়ে যায় ভূমিদস্যুদল।
সেই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে চলছে উপজেলার কালিয়াকৈর মৌজার 138 নম্বর দাগে অবৈধভাবে ঘর নির্মাণ জমি দখলের চেষ্টা চালাচ্ছে সাদিক হোসেন নামের এক ব্যক্তি।

এ বিষয়ে সাদিক হোসেন মুঠোফোনে বলেন আমি স্থানীয় খ্রিস্টানদের থেকে এই জমিটি ক্রয় করে এখানে ঘর নির্মাণ করছি, বন বিভাগের কর্মকর্তারা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করায় এখন তারা আমার এই জমিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, মূলত এই জমির মালিক আমি বনবিভাগ নয়।
ঘটনাস্থলে আসতে বললে তিনি মাহবুব নামে একজনের সাথে দেখা করার জন্য বলেন, মাহবুবের সাথে যোগাযোগ করা হলে তিনি নানান তালবাহানা করে বিষয়টি এড়িয়ে যায়, কিভাবে জমির মালিক হলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি কাগজ পত্র দেখাতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে সাভার বনবিট কর্মকর্তা মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের মুঠোফোনে জানান ভূমিদস্যুরা জমি দখল করা থেকে শুরু করে মিথ্যা ভুয়া কাগজ বানিয়ে এবং বন বিভাগ কর্মকর্তাদের উপর মিথ্যা অপবাদ করে তাদের ফায়দা লুটে নেয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমরা সোচ্চার আছি, রাষ্ট্রীয় বন বিভাগের জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ, ভূমিদস্যুরা যতই শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে নয়, যে সকল ভূমিদস্যুরা বন বিভাগের জমি দখল করে বাড়ি ঘর নির্মাণসহ গাছপালা কেটে ফেলছে তাদের বিরুদ্ধে একাধিকবার মামলা করা হয়েছে, যখনই আমাদের উচ্ছেদ অভিযান চালানো হয় তখনই এরা পালিয়ে যায়।

আপনি আরও পড়তে পারেন