রাঙ্গামাটিতে আবারো করোনার থাবা

করোনায় আরো ২০ মৃত্যু, শনাক্ত ২২৭৩

সুগত চাকমা
দেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটিতে হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।গত ২১ ও ২২ নভেম্বর ৩৯ জনের করোনা টেস্ট করা হলে মোট ৯ জনের পজিটিভ রিপোর্ট আসে।এ নিয়ে রাঙ্গামাটিতে মোট ১০০৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে,তারমধ্যে সুস্থ হয়েছে ৯২২ জন,মৃত্যুবরণ করেছে ১৪ জন।এ বিষয়ে রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানান হঠাৎ আবারো করোনা আক্রান্ত হওয়াটা দুঃখজনক।তাই তিনি সবাইকে মাক্স ব্যবহার ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক অবস্থায় রাঙ্গামাটি  জেলা প্রশাসন।মাক্স ব্যবহার নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রেখেছে।গতকাল রবিবার শহরের রিজার্ভ বাজার ও বনরুপা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করলে মাক্স না পরা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৫ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

আপনি আরও পড়তে পারেন