চাঁদপুরে বঙ্গবন্ধু টি‌ ২০ ক্রিকেট টুর্ণা‌মেন্টের উ‌দ্বোধন

চাঁদপুরে বঙ্গবন্ধু টি‌ ২০ ক্রিকেট টুর্ণা‌মেন্টের উ‌দ্বোধন

মোঃ রাসেল দেওয়ান (চাঁদপুর)

জা‌তির পিতা শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বা‌র্ষিকী উপল‌ক্ষে ৭ম বঙ্গবন্ধু টি‌ ২০ ক্রিকেট টুর্ণা‌মেন্ট ২০২০ এর শুভ উ‌দ্বোধন ক‌য়ে‌ছে।২৫ নভেম্বর বুধবার সকল ৯টায় চাঁদপুর‌ স্টে‌ডিয়া‌মে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি আব্দু্ল্লাহ আল মহমুদ জামান।

তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, ১৬ ডি‌সেম্ব‌রকে সাম‌নে রে‌খে অ‌নেক বড় ক‌রে আ‌য়োজ‌নের টা‌র্গেট ছিল। কিন্তু করোনা প‌রি‌স্থিতির দ্বিতীয় ঢেউ‌য়ের কার‌নে টুর্ণামেন্ট‌টি অনাড়ম্বর ভা‌বে হ‌চ্ছে। ত‌বে সকল‌কে স্বাস্থ‌্যবি‌ধির প্রতি সর্তক নজর রাখ‌তে হ‌বে।

মা‌ঠে কোন অবস্থা‌তেই মাক্স‌বিহীন প্রবেশ করা যা‌বে না। সক‌লে অবশ‌্যই হেন্ড সে‌নেটাইজার ব‌্যবহার কর‌বেন। খে‌লোয়ার‌দের প্রতি অনু‌রোধ আপনারা টুর্ণা‌মে‌ন্টের শেষ অব‌দি খে‌লোয়ার সুলভ ম‌নোভা‌বের প‌রিচয় দি‌বে।

আম্পায়া‌রের সীধান্ত মে‌নে নেওয়ার ক্ষে‌ত্রে কোন প্রচার উদ্ধর্তপূর্ণ অাচরন থে‌কে বিরত থাক‌বেন। নি‌জের স্বাস্থ‌্য সুরক্ষার ব‌্যাপা‌রে নি‌জে স‌চেতন হ‌য়ে খেলবেন।

তি‌নি আ‌রো ব‌লেন,টুর্ণা‌মেন্ট‌টি জা‌তির পিতার না‌মে উৎসর্গকৃত তাই এ নামের প্রতি শ্রদ্ধা রে‌খে সক‌লে খে‌লোয়ার সুলভ ম‌নোভা‌বের প‌রিচয় দি‌য়ে টুর্ণা‌মে‌ন্টের সফল সমা‌প্তি ঘট‌বে ব‌লে আ‌মি আশা ক‌রি।

‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলম মোস্তফা বাবু প‌রিচালানায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) স্নিগ্ধা সরকার,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, ক্রিকেট উপ ক‌মি‌টির সম্পাদক শেখ মো: মোতা‌লেব।

উ‌দ্বোধনী খেলায় অংশ গ্রহন ক‌রে শেখ রা‌সেল ক্রীড়া চক্র বনাম ভাই ভাই স্পো‌টিং ক্লাব।

সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ ও চাঁদপুর ক্রিকেট একা‌ডেমীর প্রধান প্রশিক্ষক শামীম ফারুকীসহ অংশগ্রহনকারী দুই দলের কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন

আপনি আরও পড়তে পারেন