চৌগাছায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

চৌগাছায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

মোঃ রুহুল আমিন,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করেছেন। নিয়োগবিধি সংশোধনসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেন।


আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরেই কর্মবিরতি পালন করেন।

এ সময় তারা তাদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। দাবিগুলো হলো- নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করণ। অচিরেই দাবিগুলো পূরণ না করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।


এসময় অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফ, স্বাস্থ্যসহকারী সেলিনা খাতুন, তরিকুল ইসলাম, দিলারা আক্তার, রাইসুল ইসলাম, রোকনুজ্জামানসহ উপজেলার সকল স্বাস্থ্যসহকারীরা কর্মবিরতী কর্মসুচিতে অংশ নেন।

আপনি আরও পড়তে পারেন