ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতার মায়ের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতার মায়ের ইন্তেকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ওবায়দুর রহমানে গর্ভধারিণী মা মেহেরুন্নেসা(৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঠাকুরগাঁও পৌরসভার নিশ্চিন্তপুর মহল্লায় নিজ বাসভবনে অসুস্থ জনিত কারনে ইন্তেকাল করেন তিনি। 
মৃত্যুর খবর নিশ্চিৎ করেন মরহুমার সেজো ছেলে ঠাকুরগাঁও দোকান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক মো: সবুজ জামান লিটন।
মরহুমা মেহেরুন্নেসা নিশ্চিন্তপুর এলাকার মো: খোকা মিয়ার সহধর্মিণী। মৃত্যুকালে তিনি স্বামী ৬ ছেলে সন্তান নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 
মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক ইকরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু,  জেলা যুবলীগের সভাপতি মো: আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশিষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ মো: এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মাজেদুর ইসলাম শুভ, সাধারণ সম্পাদক আব্দুলওয়াফু তপু, সদর উপজেলা ছাত্র লীগের  সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিমেল সহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  
মরহুমার জানাযার নামাজ বৃহস্পতিবার রাত আটটায় নিশ্চিন্তপুর আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে নিশ্চিন্তপুর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।

আপনি আরও পড়তে পারেন