দক্ষিণের পাঁচ জেলায় সাড়ে ১২ হাজার চাষিকে কৃষি ব্যাংকের প্রণোদনা

দক্ষিণের পাঁচ জেলায় সাড়ে ১২ হাজার চাষিকে কৃষি ব্যাংকের প্রণোদনা

সাব্বির ফকির, খুলনাঃ
করোনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ কৃষি ব্যাংক দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৩২৬ কোটি টাকা প্রণোদনা দেয়ার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সিংহভাগ অর্থ বিতরণ হয়েছে। প্রণোদনায় ১২ হাজার ৪৮৮ কৃষক উপকৃত হবে। ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ বিতরণের কাজ শেষ হবে।

কৃষি ব্যাংকের সূত্র মতে, খুলনা জেলায় ৬৬ কোটি ৬০ লাখ টাকা, বাগেরহাট জেলায় ৬১ কোটি ১২ লাখ টাকা, সাতক্ষীরা জেলায় ৪৪ কোটি ৬৬ লাখ টাকা, যশোর জেলায় ৪৫ কোটি ৩১ লাখ টাকা ও নড়াইল জেলায় ৮ কোটি ৪৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হবে।

মৌসুমি ফল উৎপাদন, মৎস্য, পোল্ট্রি ও প্রাণি সম্পদ খাতে এই ঋণ বিতরণ করা হয়েছে। করোনার ভয়াবহকালিন সময়ে ডেয়েরী মালিকরা দুধ বিক্রি করতে পারেনি। বয়লায় মুরগী ও ডিম স্বস্তা দামে বিক্রি করতে হয়। কাংক্ষিত দামে বাগদা চিংড়ি বিক্রি হয়নি। এ ক্ষতি পুষিয়ে নিতে কৃষিখাতে পুণঃ অর্থায়নের আওতায় এক বছরে চার শতাংশ সুদে এ ঋণ বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত ২৩১ কোটি টাকা বিতরণ হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ বিতরণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন