প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার সরকার

প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার সরকার

কাতার প্রবাসীদের জন্য সুখবর দিল দেশটির সরকার। ২৯ নভেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসীদের দেশে ছুটি কাটিয়ে কাতার ফেরার সময় রিটার্ন পারমিট বা অনুমতিপত্র লাগবে না। 

তবে দেশটিতে প্রবেশের পর নিজ খরচে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। 

ফিরতে গেলে পড়তে হবে নানা বিড়ম্বনায়, এমন আশঙ্কায় দীর্ঘ ৯ মাস প্রয়োজন থাকার পরও দেশে ছুটি কাটাতে আসেননি কাতার প্রবাসী বাংলাদেশিরা। 

এবার কাতার সরকার জানিয়েছে, ২৯ নভেম্বর থেকে স্বাভাবিক সময়ের মতোই কোনো অনুমতি ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবেন অভিবাসীরা। যদিও তাদের নিজ খরচে এক সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টিনে। এমন সংবদে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে।


দেশে ছুটিতে যাওয়ার নিয়ম শিথিল করায় কাতার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানোর, পাশাপাশি দেশে আটকাপড়া প্রবাসীদের ফেরার সুযোগ সহজ করার অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতারা।

২৯ নভেম্বর থেকে নতুন নিয়মে আসা যাওয়া সহজ করা হলেও, যারা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের ফিরতে হলে প্রয়োজন হবে কাতার সরকারের অনুমতি পত্র বা রি এন্ট্রি পারমিট।

আপনি আরও পড়তে পারেন