নবাবগঞ্জে বাঁশ দিয়ে যারাজীর্ণ সেতু রক্ষায় এলাকাবাসী

নবাবগঞ্জে বাঁশ দিয়ে যারাজীর্ণ সেতু রক্ষায় এলাকাবাসী

নবাবগঞ্জে বাঁশ দিয়ে যারাজীর্ণ সেতু রক্ষায় এলাকাবাসী

ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল বাজার এলাকায় প্রধান সড়কে সেতু৷ সেতুটি দীর্ঘবছর ধরে একেবারে যারাজীর্ণ হয়ে আছে৷ গুরুত্বপূর্ণ প্রধান সড়কে এমন বেহাল অবস্থায় পড়ে থাকা সেতুটির এমন অবস্থায় ভোগান্তির শেষ নেই।

জানা গেছে, প্রায়সময়ই এই সেতুটি দিয়ে গাড়ি পাড়াপাড়ে অনেকটা বিপাকে পড়তে হয়৷ আবার অনেকসময় ছোটখাটো দুর্ঘটনাও হয়ে থাকে৷ এমন ঝুঁকি নিয়ে অনেক গাড়ি পাড়াপাড় না হয়ে ফিরে আসে৷

দেখা গেছে, সেতুটির বয়স হয়েছে বেশ৷ দুই পাশের রেলিং ধ্বসে পড়েছে। দীর্ঘদিন ধরে এভাবে রেলিং ছাড়া থাকায় কোন ধরনের সংস্কার না হওয়ায় এলাকাবাসী বাঁশ দিয়ে সংস্কার করেছেন৷ বাঁশ রেলিং এ থাকা রড এর সাথে বেধে দিয়েছেন৷ এমনকি রেলিং যেন পড়ে না যায় এজন্য এধরনের উদ্যোগ নিয়েছেম স্থানীয়রা৷

স্থানীয়রা বলছেন, হরিষকুলের এই সেতুটি অনেকদিন হয় এভাবে ঝুকিপূর্ণ হয়ে আছে। সংস্কারের জন্য সরকারিভাবে কোন ধরনের উদ্যোগ না নেওয়ায় নিজেরাই বাঁশ দিয়ে রেলিং বেধে দিয়েছেন৷ ছোটছোট ছেলেমেয়েরারা যখন হেটে পারাপার হয় তখন ঝুঁকি বেশি৷ রেলিং না থাকলে পড়ে যেতে পারে৷ তাই এলাকাবাসীর উদ্যোগে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান স্থানীয়রা৷

এবিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী নিতাই চন্দ্র জানান, ঐখানে নতুন সেতু নির্মাণের জন্য ঢাকা থেকে অফিসাররা এসে দেখে গেছেন৷ প্রকল্প দেওয়া আছে৷ আশাকরি দ্রুত কাজ হবে৷

আপনি আরও পড়তে পারেন