বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বেক্সিমকো ঢাকা।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। ম্যাঠে অপরাজিত আছেন তামিম ইকবাল (১৫ রান) ও সাইফ হাসান (৫ রান)। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।

পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াই। তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি বেক্সিমকো ঢাকা। সমান ম্যাচে একটি জয় পেয়েছে ফরচুন বরিশাল।

আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ঢাকা। তবে বরিশালের একাদশে এসেছে জোড়া পরিবর্তন। সুমন খান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় একাদশে নেয়া হয়েছে সাইফ হাসান ও তানভীর ইসলামকে।

বেক্সিমকো ঢাকা একাদশ

মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, তানজিদ হাসান তামিম, আকবর আলী, নাইম হাসান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, তানভীর ইসলাম ও সাইফ হাসান।

আপনি আরও পড়তে পারেন