নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু


দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.


ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিয়াম বেপারী (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খেজুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সিয়াম বেপারী উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খলসী গ্রামের কুব্বাত বেপারীর ছেলে। সে সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।

সিয়ামের চাচাতো ভাই সাব্বির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিয়াম সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বান্দুরা থেকে বাড়িতে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যান। চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।


নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মিন্টু লস্কর এই বিষয়ে জানান, দুর্ঘটনার বিষয়টি কেউ থানায় জানায়নি।

আপনি আরও পড়তে পারেন