বর্ণমালা বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুরা পেল শীতবস্ত্র

বর্ণমালা বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুরা পেল শীতবস্ত্র

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.


ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া ইটভাটার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত বর্ণমালা বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উম্মে সালমা সিমা’র অর্থায়নে দোহার-নবাবগঞ্জ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বিভিন্ন বয়সের শিশুদের হাতে তুলে দেয়া হয় শীতের নতুন পোশাক।


উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠাকাল থেকে পরপর তিন বছর শিক্ষাবঞ্চিত শিশুদের মাঝে ভালবাসা ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি আমরা। এবার শিক্ষা কার্যক্রম অব্যাহত না থাকলেও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ আটকে থাকেনি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এসব সুবিধাবঞ্চিত শিশুদের আরও সহায়তা করা সম্ভব। এসময় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জামান, ফয়সাল আহমেদ, মো. শাহ্আলম, মোয়াজ হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন