করোনামুক্ত হলেন কাজী সালাউদ্দিন

করোনামুক্ত হলেন কাজী সালাউদ্দিন

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, কাজী সালাউদ্দিনের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হলেও বাফুফে সভাপতির অবশ্য তেমন বড় কোনো উপসর্গ ছিলো না। টেস্টে পজিটিভ আসার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ফুটবলে জনপ্রিয় মুখ কাজী সালাউদ্দিন গত ৩ অক্টোবরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো বাফুফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ) সভাপতি।

আপনি আরও পড়তে পারেন