জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রত্যাশী ৬ জন

জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রত্যাশী ৬ জন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ  দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীক এর দাবীদার প্রার্থীদের নিয়ে জগন্নাথপুর  পৌর আওয়ামী লীগ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সমাগত ২০২১ সালের ১৬ই জানুয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ৫ ই ডিসেম্বর দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ এর সভাপতি ডাঃ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  হাজী মোঃ ইকবাল হোসেন ভূইয়ার পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম,ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নূরুল হক, পৌর আ,লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত ও জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগ এর সভাপতি মোঃ সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।


সভায় আসন্ন পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ এর দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী বর্তমান মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ,যুক্তরাজ্যের লীড শাখা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আকমল খান,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী  মোঃ আব্দুল জব্বার ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র সহ মোট ৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।


এব্যাপারে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারান সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া বলেন, মনোনয়ন প্রত্যাশী সকলকে নিয়ে সমঝোতা বৈঠকে বসব।  মনোয়ন প্রত্যাশিদের নাম জেলা কমিটির নিকট পাঠানো হবে। এবিষয়ে কেন্দ্রীয় নির্বাচন মনোনয়ন বোর্ড চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আপনি আরও পড়তে পারেন