টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি-ট্রাকটর সংঘর্ষে সিএনজির চালক নিহত

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি-ট্রাকটর সংঘর্ষে সিএনজির চালক নিহত



নাগরপুরের চলছে শোকের মাতম
জুয়েল হিমু, টাঙ্গাইল


টাঙ্গাইলের নাগরপুরে সিএনজির সাথে ট্রাকটরের সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজির পাঁচ যাত্রী। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নাগরপুর ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম সেন্টু।

তার বাড়ি নাগরপুরের চাষাভাদ্রা গ্রামে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ সকাল দুপুর সাড়ে ১২টার দিকে নাগরপুর থেকে একটি সিএনজি টাঙ্গাইল যাবার পথে ফায়ার সার্ভিসের সামেন বিপরিত দিক থেকে আসা ট্রাকটরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির পাঁচ যাত্রীসহ চালক আহত হয়। হাসপাতালে নেয়ার পর চালক সেন্টু মারা যায়।


আপনি আরও পড়তে পারেন