এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ
ভোলা ইলিশা সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ নিহত-২ এবং ৮ জন আহত হয়েছেন।
সুত্র জানায় ভোলা লক্ষীপুর মহাসড়কে আজ (৭ ডিসেম্বর) সোমবার সকাল ১০ঃ৩০ মিনিটে যাত্রী বাহী বাস ও সিনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ও আহত ৮।
ভোলা রাজাপুর ইউনিয়নের চর সীতারাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম এবং অপরদিকে জয় উভয়েই সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষনিক আহতদের বিস্তারিত জানা সম্ভব হয়ে উঠেনি। এদিকে আহতদের মধ্য তামান্না নামে এক যাত্রীর অবস্থা আশন্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
এঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান চরফ্যাশন থেকে ভোলা ইলিশা ঘাটের উদ্দেশ্য আসা বিপরীত দিক সিএনজি ‘র মুখোমুখি সংঘর্ষে প্রধান শিক্ষক ও সদর হাসপাতালে জয়ের মৃত্য হয়।
ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ঘন্টা ব্যাপী সড়ক অবরুদ্ধ করে দুটি বাস ভাংচুর ও ঘাতক বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়।পরে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ভোলার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করলে এখনো থমথমে বিরাজ করছে।ভোলা সদর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং ৮ জন আহতদের ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে।