অভিনেত্রী কৃতি স্যানন করোনায় আক্রান্ত

অভিনেত্রী কৃতি স্যানন করোনায় আক্রান্ত

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফিল্মফেয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চণ্ডীগড় থেকে তার পরবর্তী সিনেমার শুটিং শেষ করে মুম্বাই ফিরেছেন কৃতি। এরপর কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন এই অভিনেত্রী। তবে কৃতির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে শুটিং শেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম একটি পোস্টে কৃতি লেখেন, ‘আমার কাজ শেষ। বিদায় চণ্ডীগড়। বাড়ি ফিরছি তাই বেশ উচ্ছ্বসিত।’

কৃতি অভিনীত পরবর্তী সিনেমা ‘মিমি’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একটি মারাঠি সিনেমার রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করছেন লক্ষণ উতেকর। ম্যাডক ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন— পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠক, মনোজ পাহওয়া ও জনপ্রিয় মারাঠি অভিনেত্রী সাঈ তামহাঙ্কর।

আপনি আরও পড়তে পারেন