নিউ ইয়র্কে ১২৮ বছরের পুরনো গির্জায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউ ইয়র্কে ১২৮ বছরের পুরনো গির্জায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের একটি গির্জা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের ইস্ট ভিলেজে উনিশ শতকে নির্মিত কলেজিয়েট গির্জাটিতে স্থানীয় সময় শনিবার ভোরে আগুন লাগে।

গির্জার পাশের একটি পাঁচতলা খালি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত গির্জায় ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক শহরের দমকল বিভাগের সহকারী প্রধান জন হজেন্স বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এতে চারজন সামান্য আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

১৮৯২ সালে গির্জাটি নির্মিত হয়। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও টুইটার পোস্টে বলেন, গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। তবে এ গির্জা পুনঃনির্মাণের জন্য যা কিছু সম্ভব আমরা তার সবই করব।

আপনি আরও পড়তে পারেন