নড়াইলে সেনাকর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে সামরিক মর্যাদায় দাফন

নড়াইলে সেনাকর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে সামরিক মর্যাদায় দাফন

ফরহাদ খান, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের সন্তান অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তাফিজুর রহমানকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে নড়াইলের ইতনা গ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে মোস্তাফিজুর রহমানের কফিনে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইতনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান টগর, বঙ্গবন্ধু স্কোয়ার্ডের সদস্যসহ আত্মীয়-স্বজনেরা।
অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার দীপু সিকদারের চাচা।  

করোনা আক্রান্ত হয়ে গত রোববার রাত ৩টার দিকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল ডাক্তার মোস্তাফিজুর রহমান।

আপনি আরও পড়তে পারেন