ফেনীতে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

ফেনীতে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

এ,এস,এম জাকারিয়া ভুঁইয়া,ফেনীঃ-


ফেনীতে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর)সকালে ফেনী জেলা মহিলা সংস্থার কার্যালয়ে  জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জাহানারা আক্তার সুরমা। সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর আবদুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার সদস্য আঞ্জুমান আরা গিয়াস, সংস্থার নির্বাহী অফিসার শফিকুর রহমান,প্রশিক্ষক মর্জিনা আক্তার প্রমুখ।

সভায় সহকারী প্রোগ্রামার(কম্পিউটার)  নুর আলম খান,প্রশিক্ষক জসিম উদ্দিন ,সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে নারী জাগরণের অগ্রদূত,সমাজ সংস্কারক মহীয়সী নারী বেগম রোকেয়ার  কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

বেগম রোকেয়ার আর্দশে উজ্জীবিত হয়ে নারীরা যেন বর্তমান সরকারের গৃহীত নারী উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী এবং নিজেকে সমাজের একজন দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার উদাত্ত আহবান জানান।

তাছাড়া সাম্প্রতিক করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান। পাশাপাশি বক্তারা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য, সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলার উপর বক্তব্য প্রদান করেন।

আপনি আরও পড়তে পারেন