নওগাঁর বদলগাছী উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন

নওগাঁর বদলগাছী উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছী উপজেলাতে ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বদলগাছী উপজেলা ব্র্যাক শাখার আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়।

দিবস উপলক্ষে আজ ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে উপজেলা প্রশাসনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান এবং এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক এর ডিবিসি কর্মকর্তা স্বপন কুমার এবং আরো গুনিজনেরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৫ জন নারী জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনি আরও পড়তে পারেন