বর্ণিল আলোয় আলোকিত পতুর্গাল

বর্ণিল আলোয় আলোকিত পতুর্গাল

বড়দিন সামনে রেখে প্রতি বছরের মতো এবারো পর্তুগালের রাজধানী লিসবনসহ অন্যান্য শহরগুলোতে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। তবে নেই চিরচেনা উৎসবের আমেজ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বড়দিনের আগে লিসবনের এমন চিত্র একেবারেই অচেনা।

বেহালায় বিষাদের সুর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আর বাকি মাত্র ক’দিন। তবে নেই চিরচেনা উৎসবের আমেজ। চলমান জরুরি অবস্থায় পর্যটকের সংখ্যা একেবারেই হাতেগোনা।

পর্যটন নগরী লিসবনের অধিকাংশ সড়কই দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত। একই সাজে পর্তুগালের অন্যান্য বড় শহরগুলোও। অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়া থাকায় প্রতিবছর বড়দিনের আলোকসজ্জা উপভোগ করতে প্রচুরসংখ্যক পর্যটক ভিড় জমান পর্তুগালে। কিন্তু এ বছর কোভিড পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ চলমান থাকায় নেই পর্যটকদের আনাগোনা।

১৫ অক্টোবর থেকে চলা জরুরি অবস্থা এরই মধ্যে বাড়ানো হয়েছে ২৩ ডিসেম্বর পর্যন্ত। পরিস্থিতি সন্তোষজনক না হলে ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। 

আপনি আরও পড়তে পারেন