মাগুরায় প্রতিবন্ধি বিদ্যালয়ে শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণের সনদপত্র বিতরন

মাগুরায় প্রতিবন্ধি বিদ্যালয়ে শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণের সনদপত্র বিতরন

আকরাম হোসেন ইকরাম,মাগুরা পৌর প্রতিনিধি॥

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া তুষ্টলাল অটিষ্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয়ে শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু বিষ্ণুপদ রায়ের সভাপতিতে বক্তব্য রাখেন,রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিব,ও কেনিদ্রয় মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি গাউসুল আজম জানান,প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তারা সমাজকে অনেক কিছু শেখাতে পারে ও দিতে পারে।তুষ্টলাল প্রতিবন্ধি বিদ্যালয়কে বিশ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।

আগামী ২০২১ সালের জুন-জুলাইতে মাগুরার ১১টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকার মধ্যে অত্র প্রতিষ্ঠানটি সবার আগে হবে এ ঘোষনা দেন।এ ছাড়া বাংলাদেশে সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে প্রতিবন্ধি কল্যান ট্রাষ্ট স্কুল ১১টির মধ্যে এটির নাম তালিকা করেন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রশংসা করেন,আজ বিশ^ বাপী পুতুল প্রতিবন্ধিদের জন্য যা কিছু করেছেন যা বিশ^বাসী তাকে প্রশংসা করে।এ ছাড়া তিনি জাতীসংঘ কতৃর্ক বিভিন্ন এওয়ার্ড কুড়িয়েছেন।তিনি এই প্রজন্মে কাছে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস সংরক্ষণ ও শেখ মুজিবরে ভাসকার্য রক্ষার্তে সরকার ও সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, রান ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক,রেজোউল করিম,গোপালগ্রাম ইউ পি চেয়ারম্যান নাজমুল হোসেন রাজিব,মাগুরা জেলা আ,লীগের যুবও ক্রিড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন,ট্রেনিং কো অর্ডিনেটর আয়শা সিদ্দিকা,পরিচালক রান গ্রুপ সাফিনুর রহমান,রান ডেভেলপমেন্ট সোসাটির সহধর্মনী মহসচিব মিষ্টি আহম্মেদ,ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে প্রতিবন্ধিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

আপনি আরও পড়তে পারেন