করোনায় আক্রান্ত ইরেশ জাকের

করোনায় আক্রান্ত ইরেশ জাকের

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ইরেশ জাকের।

রোববার (১৩ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেইজে করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেন।

নিজের প্রোফাইলে সকলের কাছে দোয়া চেয়ে এক পোস্টে ইরেশ বলেন, আজ আমি কোভিড পজিটিভ হয়েছি। গত এক সপ্তাহের মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের নিজেদের প্রতি যত্ন নেওয়ার অনুরোধ করছি। আপনারা অবশ্যই করোনার উপসর্গের দিকে খেয়াল রাখবেন।

বাবা কিংবদন্তি অভিনেতা আলী জাকেরের মৃত্যুর ১৫ দিনের মাথায় তিনি করোনা পজিটিভ হওয়ার খবর দিলেন। বর্তমানে তিনি বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন