আগামী ৬ মাসের মধ্যে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে

আগামী ৬ মাসের মধ্যে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে

হিলি স্থলবন্দর  প্রতিনিধি :


দিনাজপুরের হাকিমপুরকে আগামী ৬ মাসের মধ্যে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে সে জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান,উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন শৃংখলা ও নারী নির্যাতন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির মাসিক সভায় উপজেলা নিবার্হী অফিসার উপরোাক্ত কথাগুলো বলেন।


দিনাজপুরের হাকিমপুরে বাল্য বিবাহ শুন্যের কোঠায় আগামী ৬ মাসের মধ্যে হাকিমপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে সে জন্য সকলকে এক সাথে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, মহিলা বিষয়ক কমকর্তা রিতা লস্কর, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,বিবাহ রেজিষ্টার, সরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন