ঢাকার নবাবগঞ্জে ছাগল পেলেন দরিদ্র পরিবার

ঢাকার নবাবগঞ্জে ছাগল পেলেন দরিদ্র পরিবার

স্টাফ রিপোর্টার: 

ঢাকার নবাবগঞ্জে সহায়ক উপকরণ আয় বৃদ্ধিমূলক কাজে সহায়তা শিক্ষা উপকরণ বিতরণ করেছেন কারিতাস ঢাকা অঞ্চল। অন্যদিকে একই দিন কেক কেটে বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ৩ টি দরিদ্র পরিবারের মাঝে ৬ টি ছাগল বিতরণ করা হয়৷ 


রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন কারিতাস সমতা প্রকল্প নবাবগঞ্জ শাখা৷ 


এসময় কারিতাস ঢাকা অঞ্চলের পরিচালক জ্যোতি গমেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু। 

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, বক্সনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, উপজেলা কৃষক লীগ সভাপতি জাহিদ হায়দার উজ্জল, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ আরো অনেকেই৷ এসময় কারিতাসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


নবাবগঞ্জ,ঢাকা৷ 

আপনি আরও পড়তে পারেন