হাতিকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত ট্রেন!

হাতিকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত ট্রেন!

ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুরে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি হাতিকে সজোরে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়েছে এক্সপ্রেস ট্রেন। 

সোমবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৭ টার দিকে রাজ্যের সম্বলপুর হাতিবাড়ি ও মানেশ্বর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও হাতির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় ট্রেনের ৬ টি চাকা। 

ইস্টকোস্ট রেলওয়ে জানিয়েছে, সকালে হাতিবাড়ি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর লাইনে দাঁড়িয়ে থাকা একটি হাতির সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে ট্রেনের চালক ট্রেন থামানোর জন্য ব্রেক কষে। অবশ্য ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। আর স্থানটি হাতি চলাচলের করিডোর হিসেবে আগে থেকেই পরিচিত। 

ট্রেন, চালক এবং যাত্রীরা সবাই নিরাপদ বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

আপনি আরও পড়তে পারেন