ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত, আল-আকসার প্রবেশমুখ বন্ধ

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত, আল-আকসার প্রবেশমুখ বন্ধ

জেরুজালেমের ওল্ড সিটিতে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) রাতে পূর্ব জেরুজালেমের দিকে এই ঘটনা ঘটে। সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ওমর নামে ওই কিশোর, তৎক্ষনাৎ ওমরকে লক্ষ্য করে পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই নিহত হয় সে।

এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ বলছে, লায়ন্স ফটকের কাছে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে প্রথমে গুলি ছুড়ে ১৭ বছর বয়সী মোহাম্মদ ওমর কামেল। পাল্টা জবাব দেয় ইসরাইলি বাহিনীও। তবে প্রতক্ষ্যদর্শীরা বলছেন, ফিলিস্তিনি কিশোরকে আটক করতে ধাওয়া করেন ইসরাইলি নিরাপত্তা সদস্যরা। একপর্যায়ে ওমরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে তারা।

এ ঘটনার পর চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওল্ড সিটির প্রধান ফটক বন্ধ করে দেয় ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওই ফিলিস্তিনি কিশোর পশ্চিম তীরের পাশের কাবাতিয়েহ গ্রামে বাস করে বলে জানা গেছে। নিহতের ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনি আরও পড়তে পারেন