সাভারে দেশীমদ তৈরির কারখানার সন্ধান ২ আদিবাসী আটক

সাভারে দেশীমদ তৈরির কারখানার সন্ধান ২ আদিবাসী আটক

উজ্জ্বল হোসাইনঃ সাভার প্রতিনিধি 


সাভারের হেমায়েতপুরের আনুমানিক ৬০০ লিটার চোলাই মাদসহ এক আদিবাসী দম্পতিকে আটক করেছে পুলিশ। 


মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে হেমায়েতপুরের তেতুলঝোড়া ইউনিয়নের নোয়াখালি পাড়া থেকে তাদের আটক করা হয়।  


আটককৃতরা হলো- ভিশন চাকমা (২৮) ও ফেন্সি চাকমা (২৭)। তারা স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে হেমায়েতপুরের নোয়াখালী পাড়া এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ২য় তলার একটি ফ্লাটে তল্লাশি চালিয়ে বিভিন্ন পাত্রে রাখা ৬০০ লিটার মদগুলো জব্দ করা হয়।

এসময় ফ্লাট থেকে অবৈধ মদ প্রস্তুত ও বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে এক স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশ।


ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জাহিদুল ইসলাম  বলেন, সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন